
ভয়ে বা অন্য কোনো কারণে অনেকেই চোখের ছানি অপারেশনের জন্য সময়মতো অস্ত্রোপ্রচার করতে চান না। ভাবেন এটা তো জরুরি কোনোঅস্ত্রপ্রচার নয়। এক সময় করালেই হবে। কিন্তু ছানি বেশি পুরোনো হয়ে গেলে বিপদ হতে পারে। বেশি পেকে যাওয়া ছানি বা বেশি ঘোলা লেন্স থেকে কিছু আমিষজাত তরল পদার্থ চোখের লেন্সের পেছন দিক দিয়ে বেরিয়ে আসে বা চোখের অভ্যন্তরীন অংশে প্রবেশ করে। ফলে কোনগুলো আটকে গিয়ে চোখের ভেতরে আকস্মিক চাপ সৃষ্টি হয় এবং গ্লুকোম তৈরি হয়। ক্রমেই দৃষ্টিশক্তি কমে যাওয়ার পাশাপাশি হঠাৎ করে লাল হয়ে যাওয়া , ব্যথা করা ইত্যাদি উপসর্গ দেখা দিয়ে থাকে।
ছানি পড়লে একেবারেই কমে যায় দৃষ্টিশক্তি। এটি একটি জরুরি অবস্থা। চোখের অভ্যন্তরীন চাপ দ্রুত কমিয়ে এনে ছানি যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপ্রচার করিয়ে নেওয়া ভালো । বেশি দেরী করে ফেললে অস্ত্রোপ্রচারের পরও হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যাপারটি অনিশ্চিত থেকে যায়। এ জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।